ভণ্ডের ভগবান

Description

"ভণ্ডের ভগবান" গ্রন্থটি কৃষ্ণ, রাধা এবং বৈষ্ণব ধর্মের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। লেখক ঐতিহ্যবাহী ধর্মীয় ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করে কৃষ্ণকে একজন বাস্তববাদী ও ঐতিহাসিক চরিত্র হিসেবে দেখার আহ্বান জানান। বইটি বৈষ্ণব সম্প্রদায়ের কার্যকলাপ, বিশেষ করে হরিনাম এবং আশ্রমগুলির বাণিজ্যিকীকরণ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে। লেখকের মূল বার্তা হল, ধর্মকে অন্ধ বিশ্বাস এবং ভণ্ডামির ঊর্ধ্বে উঠে যুক্তি, বাস্তববাদ এবং নৈতিকতার ভিত্তিতে বিচার করা উচিত।

Loading...